Skip to main content
 
শান্তি। 
এক বুক আশ্বাস।
বেশি আশাবাদী হচ্ছি?
আমার এখন ব্যাঙ্গাত্মক বিদ্রুপাত্মক অংশ খুঁজে খুঁজে পোস্ট করা উচিৎ?সে সব পড়ার জন্য সারাটা বছর রইলই।
 
ছেলেগুলো জিরোক একটু, অবশ্যই মানসিকভাবে। কাজের চাকা ঘুরুক আবার। সব স্বাভাবিক হোক, শতাংশভাগ ত্রুটিমুক্ত না হলেও।
 
তবে ছেলেমেয়েগুলোকে যা যা শুনতে হয়েছে অ্যাদ্দিন ধরে, সেই লাইনটা অনুকরণ করে বলতে ইচ্ছা করছে, "সংসারের এই কয়দিনের অভিজ্ঞতায় তারা একেবারে বুড়া
হইয়া গেল।"
 
তোমরা বাপু নিজেদের স্বাভাকিত্ব হারিও না। কোনো দরকার নেই বুড়োদের মত মেপে মেপে দুদিক, হাজারদিক বজায় রেখে ডিপ্লোমেটিক উত্তর দেওয়ার। মিডিয়া, সমাজের এক অংশের বুদ্ধিজীবী খানিক উদাসীন, ঝোপ বুঝে কোপ, নিন্দুক, ইত্যাদি চিরকালই। আবার অনেকেই সহমর্মিও। তার মধ্যে খুঁজে খুঁজে গহীন মতলব দেখার দরকার নেই। সন্দেহপ্রবণ, সিনিক বুড়াগুলান হোক। তোমরা এমনই থেকো, বিশ্বাসী, আশাবাদী। জয় হোক।