Skip to main content

    এযাবৎ জীবনে অনেক সান্ত্বনাবাক্য শুনেছি, আজকের মত শুনিনি। সরকারি হাস্পাতাল, চারদিকে থিকথিক করছে ভিড়। একটা পেশেন্ট পার্টিকে একজন সবজান্তা দাদা(সব পেশেন্ট পার্টির সাথেই থাকেন) সান্ত্বনা দিচ্ছেন। যারা শুনছেন তারা অক্ষরজ্ঞানহীন হলেও অবাক হওয়ার কিছু নেই। সান্ত্বনাবাক্যটি হল, "বুকে পেটে জল জমেছে, জলটা বাড়ছে (গলা নিরুত্তাপ, যেন বৃষ্টিতে ঘোষেদের পুকুরের জল বাড়ছে), আরো খারাপের দিকে যাবে, তবে ভয়ের কিছু নেই।"
        সত্যিই বটে, এরপরে আর ভয়ের কি থাকতে পারে!!