সৌরভ ভট্টাচার্য
23 June 2019
পরিবহের মাথার ছবিটা ফেসবুক খুললেই ঘুরেছিল লাগাতার। বলেছিলাম, মর্মান্তিক।
উত্তর প্রদেশের বাচ্চাটার ধর্ষণের পর ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়েছে.. চারদিক শান্ত... শামীর প্রশংসা... বৃষ্টি-গরম... কি শান্তি চারদিক... কোনো গলা উঁচুতে উঠছে না... কত আয়োজন আনন্দের চারদিকে... ভালো লাগছে... এই তো সভ্যতা!