সৌরভ ভট্টাচার্য
18 August 2021
এই তো প্রথম নয়
সব জানলা দরজা বন্ধ করে কেউ বলল
এই আলো। এই সুখ। এই নির্ভুল ব্যবস্থাপনা।
এই তো প্রথম নয়
প্রাণের বিনিময়ের শর্ত হল স্বাধীনতা
কিম্বা পরাধীনতার বিনিময়ে জীবন
এই তো প্রথম নয়
জরায়ুর থেকে বিচ্ছিন্ন হল
হৃদয়, শুভবোধ, আত্মসম্মান
তবু এও তো প্রথম নয়
অন্তরাত্মা আদিমতম সত্যকে বলে উঠল,
জাগো, কথা বলো, গান গাও
আলোর নিষেধে জন্মায় যে ছায়া
সে কিছু নিত্য নয়
স্পর্ধামাত্র