সৌরভ ভট্টাচার্য
1 April 2022
এ তো হৃদয়
মাচা নয় বলো
যে তুমি প্রতিশোধ নেবে
শিকার করবে
একে তাকে ওকে
এ তো হৃদয়
দুর্গ নয় বলো
যে তুমি নিজেকে রক্ষা করবে
এর তার আঘাত বাণ থেকে
এ তো হৃদয়
খাঁচা নয় বলো
যে তুমি সব রাগ, অভিমান পুষে রাখবে
যুগ যুগ ধরে
এ তো হৃদয়
একে মুক্তি দাও
ক্ষমা চেয়ে, ক্ষমা করে
জানবে হৃদয়
চিরদিনই নিঃশর্ত ছিল
আলোর মত অসঙ্গ