Skip to main content

এই যে প্রতিদিন লিখতে চাইছি

এই যে প্রতিদিন ব্যর্থ হচ্ছি

 

এই যে প্রতিদিন নিজের সব ব্যর্থতাকে

মাড়িয়ে আসছি আবার

 

যেন কাদায় পা ডুবিয়ে ডুবিয়ে

ভাঙা শামুকে, ভাঙা মাটির সরায়

রক্তাক্ত পায়েও

চাইছি গঙ্গাস্পর্শ

 

কিচ্ছু হচ্ছে না

 

তবু এই যাবতীয়

   না হওয়ার মধ্যে

       যে আমি

তাকে বলছি

    এইটুকুই সাধ্য আমার

 

বারবার তীরে এসে দাঁড়ানো

  বারবার পা বাড়িয়ে দেওয়া

       তবু

 

Category