sumanasya
28 December 2022
এই যে প্রতিদিন লিখতে চাইছি
এই যে প্রতিদিন ব্যর্থ হচ্ছি
এই যে প্রতিদিন নিজের সব ব্যর্থতাকে
মাড়িয়ে আসছি আবার
যেন কাদায় পা ডুবিয়ে ডুবিয়ে
ভাঙা শামুকে, ভাঙা মাটির সরায়
রক্তাক্ত পায়েও
চাইছি গঙ্গাস্পর্শ
কিচ্ছু হচ্ছে না
তবু এই যাবতীয়
না হওয়ার মধ্যে
যে আমি
তাকে বলছি
এইটুকুই সাধ্য আমার
বারবার তীরে এসে দাঁড়ানো
বারবার পা বাড়িয়ে দেওয়া
তবু