Skip to main content


কত ভদ্রতা দাঁড়িয়ে আছে 
        দর্জির সাথে দর করে,
কত চরিত্র দাঁড়িয়ে আছে
             (দরজা জানলার) 
        ছিটকিনিতে ভর করে
  
চোখে তো পড়ে কত কিছুই
ভাগ্যে অনেক কিছুই যায় এড়িয়ে
শুনতে সব হয় না, এই রক্ষে
মনের ভাঁড়ার, কাল নিয়ে যায় ঝেঁটিয়ে

Category