Skip to main content
 
সেদিন সে মানুষটা বুঝেছিল
        চলতে গেলে বিঁধছে কোথায় কাঁটাটা।
     খালি পায়ে এ দেশের মাটিতে হেঁটে হেঁটে
    বলেছিল দোরে দোরে গিয়ে
              "এ দ্বন্দ্ব থামাতে হবে"
         রামনাম দুটো করতালে মিলে গেয়েছিল
           "ঈশ্বর আল্লাহ তেরে নাম"
                  সুমতির প্রার্থনা ছিল সাথে
                         "সব কো সম্মতি দে ভগবান"
 
"কাঁটাটা তুলো না!"
     গর্জে উঠেছিল তিনটে গুলি....
 
এ সব উপসংহারহীন ইতিহাস
 
আজ আবার মুখোমুখি
     সে ধুতি, সে লাঠি, সে চশমা, সে শীর্ণ কঠিন শরীর
        লক্ষ শরীরে আজ
 
তিনটে গুলি আবার সামনে
       
   রুদ্ধশ্বাস মহাকাল
 
         এবার?

Category