Skip to main content
 
তোমার মত আমিও দেখছি
 
বদলে যাওয়া মুখ
বদলে যাওয়া স্লোগান
বদলে যাওয়া ভগবান
 
তবু
 
এ মাটিতে আমার বিশ্বাস 
যে মাটি ঈশ্বরের সাথে বাস করেছে 
        যুগান্তকাল
 
বলেছে
 
 তুমি ধুলি হও
 তুমি আলো হও
 তুমি প্রাণ হও
 
অনন্ত পরিচয়ে থাকো
    অনন্ত বৈচিত্রে
    হে অসীম, হে অনন্তকাল

Category