সৌরভ ভট্টাচার্য
11 June 2015
এ হৃদয় বারোয়ারী আজ
কোথায় কখন কার খোঁজে থাকে
খেয়াল রাখি না আর
ওর কান্না হাসি আশা হতাশা খুব চেনা আমার
বিশ্বাস করে ঠকে যাওয়া
বিশ্বাস না রাখতে পারা
এগুলো জলভাত এখন আমার কাছে
এককালে এগুলোই কাঁদিয়েছিল ভাবতে হাসি পায়
নিজের ওপর করূণা জাগে
আজ কত অনায়াসে কাউকে প্রেমের কথা বলা যায়
কত অনায়াসে কারোর প্রতিজ্ঞা হজম করে নিই
জানি তো এরা মরশুমের ফুল
মরশুমের শেষে এদের ফিরে চাইতে নেই
যেমন বসন্ত কালে শিউলি চাইতে নেই
তাই অভ্যস্ত চেনা পথেই চলাফেরা আজ
নিজেকে স্বপ্ন দেখাইও না
কারোর স্বপ্নে সূঁচও ফোটাই না
থাক না যেটুকু তার পরমায়ু।
আমায়ও আর কেউ স্বপ্ন দেখিও না
অনেকটা পথ হেঁটে ফেলেছি আমি
এবার ফিরতে হবে।