সৌরভ ভট্টাচার্য
11 November 2014
তুমি আসতেই পারো, এসো-
বারণ করিনি তো!
তবে পাপোসে পা টা মুছে এসো,
আমি ঘর মুছেছি খানিক আগে,
আমি চাই না তোমার কালো পায়ের ছাপ আর
একটাও থাকুক কোথাও এ ঘরে,
আমি অনেক কষ্টে দাগগুলো তুলেছি যত্ন করে।
তুমি আসতেই পারো আবার
তবে এবারে সাথে একটা ব্যাগ এনো মনে করে
যে আবর্জনাগুলো ছড়াবে, তা তোমারই সাথে ফিরিয়ে দেব
আমার ডাস্টবিন ভর্তি এখনো তোমার ফেলে যাওয়া আবর্জনায়
তাতে জায়গা নেই আর।
এ ভাবে পারো তো এসো,
না হলে থাক্, ভালোই আছি আমি।