তুমি বলো ধর্ম তোমায় শান্তি দেয়। তোমার বাইরে ভিতরে এত বিরোধ, এত দ্বন্দ্ব। তোমার ধর্ম তোমায় এত যে দ্বন্দ্ব বুঝতে দেয়? নাকি সব দ্বন্দ্ব-বিরোধে প্রলেপ দেয়?
দ্বন্দ্ব নিয়ে শান্তিতে আছো। একি হয়? এও কি হয়? দ্বন্দ্ব নিয়ে ঈশ্বরকে ডাকো। ঈশ্বর যদি শুনে ফেলেন! ধরো তুমি নির্দ্বন্দ্ব হলে, কি হবে? ধরো ধরো সত্যি সত্যিই শান্তি পেলে। পালিয়ে গিয়ে, আড়াল করে, ভুলে গিয়ে খুচরো শান্তি না গো না, সত্যিকারের শান্তি পেলে। কি হবে? বুঝতে পারছো কি সর্বনাশটাই হবে তোমার? দ্বন্দ্ব গেলে সব যাবে। তোমার মুঠো খুলে জমানো যা কিছু "আমি - আমার" গণ্ডী ছাড়িয়ে ভেসে যাবে। সব যাবে সব যাবে। স্বপ্নগুলো ছাইকাদা মেখে ধুলোয় কাদায় গড়াগড়ি খাবে। সব্বনাশ! সইতে পারবে! দ্বন্দ্বহীন জগত তোমার আগুপিছু ঘুরে বেড়াবে। বাইরে ভিতর, তোমার আমার, সব হারিয়ে ঘোল খাওয়াবে! কে গুরু! কে ঈশ্বর! কি শাস্ত্র! কি মত! কি পথ! সব গুলিয়ে ঘেঁটে যাবে। দলাদলি, স্বার্থসুখ, সব ঘেঁটে গিয়ে বেড়া খুলে গিয়ে মাঠ হয়ে যাবে! সব্বনাশ হবে! সব্বনাশ হবে!
তাই বলি ভাই, যাই করো না, মন থেকে শুধু তাঁকে চেয়ো না। বইপড়া সব ধম্মো করো, প্রতিষ্ঠানের পায়ে পায়ে ঘোরো, সবাই মিলে দল পাকিয়ে আমার তোমার ধম্মো করো। কিন্তু খবরদার! বুকের মধ্যে উঁকি মেরো না। ফুরফুরে হাওয়া টের পেলেই জানলা-দরজা বন্ধ করো। মাথার মধ্যে পাণ্ডিত্যের কাঁসায় ধাইধপাধপ ধাক্কা মারো। হঠাৎ যদি পিছলে পড়ো, হৃদয়গুহার কাছাকাছি এক শান্তস্রোতে এসে পড়ো। খবরদার! হামলে পড়ে দৌড়ে গিয়ে, বাইরে এসো। কোনো দলে নাম লিখিয়ে, দল পাকিয়ে, জলে কাদায় মিশিয়ে নিয়ে প্রতিষ্ঠানের নক্সা আঁকো। সব থেকে যাবে। সব রয়ে যাবে। তোমার হাজার দ্বন্দ্বের খাঁজে খাঁজে সব সুখ-সাধ গুছিয়ে নিয়ে হাজার বছর সংসার করো। গালাগাল দাও, গালাগাল খাও, বুদ্ধি করে মধুর ভাষায় নিন্দে করো, সুকৌশলে ল্যাং মারো। কিন্তু দোহাই, সত্যিই বলে কেউ কিছু কাছে, প্রাণের ভিতর সন্দেহ করো। শান্তি না, সত্যি না…কি হবে ওতে? নিজেকে নিয়ে, নিজেতে মেতে সব দুনিয়াটা গিলে ফেলো। চালাক হও। বুদ্ধিমান হও। দিনের শেষে একলা বসে খতিয়ে দেখো, ক'টা লোককে ঠকানো গেল। তুমি সার্থক, তোমার বিদ্যেবুদ্ধি সব সার্থক। কোন বোকা সে হৃদয়বাসীকে এ সংসারে খুঁচিয়ে তোলে, তারপর সব হারিয়ে মোলো? হদ্দবোকা কেউ হবে সে! একূল ওকূল সব খোয়ালো! তাও হাসে? আরে পাগল যে গো! পাগল পাগল করে মায়, পাগল গেল কার নায়? দুধমাখা ভাত কাকে খায়!
বালাইষাট! এ সব ছড়া বোকা লোকের। তুমি দ্বন্দ্বানন্দে সুখে থাকো। সুখে থাকো। সুখে থাকো।