সৌরভ ভট্টাচার্য
21 November 2016
বলতে আটকাচ্ছে
দ্বিধায় হোঁচট খেলাম ক'বার
(গুনিনি)
চিন্তার রাজ্য অবিভক্ত
কে বলল?
সীমারেখা আছে তো!
আছে বুনো ঝোপঝাড়
না চলা, অতি চলা, কম চলা পথ
অসতর্ক হয়ে কাঁটা ফোটেনি পায়ে?
আচমকা কুয়াশায় রাস্তা হারায়নি?
একটা উঁচু ঢিবিতে বসে আছি
অনেকক্ষণ হল
নামব নামব করে নামা হচ্ছে না
ফেনার মত জাবর কাটছে শব্দরা
এ রাজ্যে দিন-রাত্রি খামখেয়ালি
ভাষারা বোবার ইঙ্গিত
তুমি কি সত্যিই কোনোদিন এসেছিলে?
আমার ক্ষেতের কাটা শষ্যের ঘ্রাণ গিয়েছিল
তোমার সীমাঘেরা রাজ্যে
কোনো একদিন বিষণ্ণ সন্ধ্যায়?
নাকি সবই ছিল ছায়া?
নিজের পরিত্যক্ত ছায়াদের
স্ব-সম্মোহনী অভিনয়?
বোবা মৌচাকের অর্থহীন গুঞ্জন!