Skip to main content

ভাবনা হয়েও
      ভাবনার সাথে দ্বন্দ্ব হল
পাঁজরগুলো চেঁচিয়ে উঠে চুপ করল
  আমি হয়েও আমি না হওয়ার ছল বুনল

     গভীর রাতে স্বপ্নগুলোও আতঙ্কিত
      মুখের সাথে মুখোশ মিশে
                        কলঙ্কিত