সৌরভ ভট্টাচার্য
8 September 2017
হলিউড অসম্ভব কিছু ভালো সিনেমা বানিয়েছে বিজ্ঞানীদের উপর। আমাদের খেলোয়াড়, সাধক, অপরাধী, তারকা ইত্যাদিদের জীবনী বানিয়ে যদি কিছু রিল বা সময় বাকি থাকে তবে সেই ধরণের সিনেমা বানানো হোক না। বিজ্ঞান আর বিজ্ঞানীদের উপর।
আগামী প্রজন্ম শিখুক দুটো বিচ্ছিন্ন বিন্দুর সংযোগ খুঁজতে একটা মানুষকে কি অপরিসীম লড়তে হয়! সেটা কোনো অলৌকিক ঘটনা না! আবার এত বিস্ময়ের বস্তুও সংসারে খুব কম আছে। দেখা যাক না, এতে করে আধুনিক প্রজন্মের মধ্যে কিছুটা হলেও অন্তত যুক্তি নির্ভরতা আনা যায় কি না!
দেখছি তো বেশির ভাগ বাবাজী-মাতাজীর অনুরাগীরাই কিন্তু শহরকেন্দ্রিক সভ্যতার। কোনো প্রত্যন্ত গ্রামের নয়। তাই বলছিলুম, সিনেমাতে লোকশিক্ষা হয় তো, হয় না?