sumanasya
2 October 2024
আমি বাঁচি
=============
যেন আমার পাশে
শুধু আমাকে নিয়েই হাঁটার কথা ছিল
বাকি সব যেন ছায়া
আমার ধর্ম, আমার ঈশ্বর,
আমার পরিজন, আমার লক্ষ্য
আমার মত, আমার বিশ্বাস.....
এ সবের বাইরে যাওয়ার যেন
কোনো রাস্তাই খোলা রাখিনি কোনোদিন
কত কাপুরষতাকে যে ঢেকে রেখেছি
'আমার' আবরণে
তুমি তাকাও
সব পুড়ে ছারখার হয়ে যাক
আমি বাঁচি
পথ
====
যদি সহনশীলতা না থাকে
তবে নম্র হতে যেও না
একদিন গোটা পৃথিবীকে অভিশাপ দিতে দিতে
অন্ধ হবে। পাগল হবে।
যদি ভালোবাসা না থাকে
তবে সহনশীলতা কেবল কৌশল মাত্র
সুযোগসন্ধানী চোখে একদিন লাগবে ধাঁধা
পথ হারাবে।
যদি ভালোবাসা থাকে
তবে একা দাঁড়াও
কিম্বা সহস্র মানুষের মধ্যে
হার জিত বড় কথা না
পথ হারাবে না
পৌঁছে যাবে
আজ
না হয় কাল
[2 October 2024]