সৌরভ ভট্টাচার্য
1 November 2014
মেয়েটা হৃদয়ের সাথে শরীর দিল
ছেলেটা হৃদয় ছাড়িয়ে শরীর নিল নিংড়ে
মেয়েটার হৃদয় জুড়ে শরীর হল
ডালপালা সব জড়িয়ে থাকল ঘিরে
লোকে বলল 'দুশ্চরিত্রা', অবাক হল
তাকাল এর ওর মুখে
এখন অপেক্ষা তার রোজের সাথী
শরীরের সাথে কে তাকাবে চোখে
লোকের পর লোক এসে যায়
আড়াল যেন থেকেই গেল বুকে
শরীর ঘিরে গাছ বাড়ল, মূল ছড়ালো
বিষন্নতার সুখে
আড়াল হল, আগাছা হল
বিষফলের বীজ জমল বুকে
এখন শুধুই বিষের কুসুম
এপাশ ওপাশ বিষ নিঃশ্বাসে ভরা
হৎপাথরে কিসের আওয়াজ
দুলছে বলে দুঃস্বপ্নের ছড়া?
(ছবিঃ সুমন দাস)