সৌরভ ভট্টাচার্য
6 April 2015
জানো
যে পেনটায় তোমায় চিঠি লিখতাম
সেটা পাশের বাড়ির হাবলু নিয়ে গেছে
কাল থেকে ওর মাধ্যমিক
যে ডায়েরীটার পাতা ছিঁড়ে চিঠি লিখতাম
সেটা লুকিয়ে রেখেছিলাম
কাল দেখলাম উইয়ে কেটেছে এমন
একটা পাতাও আস্ত নেই আর!
যে গোলাপ ঝাড়ের গোলাপ তোমায় দিতাম
সেটা নেই আর
ওখানে ড্রেন বানাবার জন্য মাটি কেটে রেখেছে
মিউনিসিপ্যালিটির লোকেরা
যে ডাক বাক্সে চিঠি ফেলতাম
কাল দেখলাম নীচেটা তার হাঁ হয়ে গেছে
চিঠি ফেললে পড়বে মাটিতে মুখ থুবড়ে
আমাদের দেখা করার সেই পুকুরপাড়টাও নেই, জানো
ওটা বুজিয়ে কি একটা বড় বাড়ি হচ্ছে
শপিং মল বোধায়
তুমি আসছ শুনলাম
এসো, তবে আমার কাছে এসো না।
আমায় দূর থেকেই দেখো
মানুষ দূর থেকে দেখে স্মৃতিতে
নিজের মত করে
কাছে এসো না
কাছের দেখায় দূরত্ব বাড়বে স্মৃতিতেও।
থাক, এসো না।