Skip to main content

----
ওরা দুজনে দুজনকে বলল
"ভালবাসি।"
দুজনের অন্তর্যামী হাসলেন,
তাকালেন ওদের স্নায়ুর দিকে- জ্বলছে!

ওরা একে অপরকে জড়িয়ে ধরল,
অন্তর্যামী চোখ বুজলেন।



----
ওরা দুজনে দুজনের দিকে তাকিয়েই থাকল,
তাকিয়েই থাকল।
সময় দাঁড়াল বুকের পাঁজর ঘেঁষে।
দুটো হৃদয়ে দুটো নোঙর পেল মাটি,
বিঁধল চিরে
ব্যাথা লাগল সুখের আদল মেখে।

অন্তর্যামী দুজনের ঠোঁটে ছোঁয়ালেন
বরণমালা,
মাল্যদানের সাক্ষী রইলেন প্রসন্ন নয়নে।

Category