সমস্ত উৎসবের মূল কথা হল শুভেচ্ছা। ভালোবাসা, স্নেহর বন্ধনটাকে আরেকবার সার্ভিসিং করিয়ে নেওয়া। খুব দরকার। যে সম্পর্কের সুতোয় গাঁথা আমার জীবন, সেই সম্পর্কটাকে একদিন আলাদা করে রোদের আলোয় এনে দেখা দরকার না? তার পরিচর্যার দরকার না? খুব দরকার। কয়েক হাত দূরে দাঁড়ালে ভালোবাসা কমে যায় না, হাতে রাখি না পরাতে পারলেও ভালোবাসা কমে যায় না। উপলক্ষ্যে বাধা পড়ুক, ক্ষতি নাই, লক্ষ্যবস্তুটিই আসল। "তুমি আমার জীবনে বিশেষ কেউ" ভালোবাসার এই কথাটা বলার জন্যই এই উৎসব। তাই রাখি কি উপাদানে গঠিত তাতে তার মূল্য নেই, যে হাত বাঁধে আর যে হাতে বাঁধে সেই হাত দুটোই আসল।
যে অভাবিত দুর্যোগের ভিতর দিয়ে যেতে হচ্ছে সে দুর্যোগ অবশ্যই কেটে যাবে। কিন্তু অনেক বলিদান দিতে হচ্ছে। কত মানুষ হারিয়ে যাচ্ছেন, কত সম্পর্ক শূন্য হয়ে যাচ্ছে। কত উদ্বেগ, কত চোখের জল যে বয়ে যাচ্ছে তার হিসাব হয় না। চিকিৎসক, নার্স, আরো নানা স্বাস্থ্যসেবার সাথে জড়িত কর্মচারীরা, পুলিশ, ব্যাঙ্ক ইত্যাদিতে কর্মরত হাজার হাজার মানুষের জীবনের ঝুঁকি নিয়ে ক্রমাগত কাজ করে যাওয়া, সমাজকে স্থবির হতে না দেওয়ার এই প্রবল সাধনাকে আজকের এই রাখির দিনে আমার সশ্রদ্ধ অভিবাদন জানাই। রাখি আজ এইসব মানুষের উদ্দেশ্যেই হোক। তাদেরকে আজ বিশেষভাবে বলা তোমাদের জন্যেই আমরা ভালো আছি, এই ভয়ানক অবস্থার মধ্যেও জীবনের উপর একেবারে আস্থা হারাইনি। আমাদের প্রাণের গভীর ভালোবাসা, শ্রদ্ধা তোমাদের সবার জন্য। প্রাণের সাথে প্রাণের বন্ধন বৃথা যাবে না। এই পারস্পরিক আস্থা বিশ্বাস এই দুর্যোগ কাটাবেই একদিন।
আজ তাই বন্ধনকে উদযাপনের দিন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন, যাদের ঋণ পরিশোধ করার ক্ষমতা প্রজন্মের পর প্রজন্মেরও হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।