Skip to main content

তোমার দিকে কম তাকাই
কারণ, তোমার হৃদয় ফোঁড়া চোখ।

তোমার সাথে কম কথা বলি
কারণ, তোমার কথা বলার ফাঁকে
                        শুদ্ধ নীরবতা।

তোমার কাছে যাই না
কারণ আমার নিঃসঙ্গ হৃদয়।

তোমার চোখ, তোমার নীরবতা,
আমার নিঃসঙ্গ হৃদয়- এরা কেউ
মিথ্যা কথা বলতে পারে না গুছিয়ে
                        আমার মত।

ভয়ে, দূরত্ব খোঁজার আছিলা খুঁজি সারাক্ষণ
তুমি জানো, সেও তোমার জন্য।

Category