সৌরভ ভট্টাচার্য
3 April 2017
অনেকদিন পর মাটিটায় হালকা সবুজ ঘাস এলো
কদিন হেঁটো না তুমি মাঠের ওদিকটায়
আবর্জনা ফেলতে এসেছো, এসো, ফেরাব না
তুমি জানো আমি মহান নই, দুর্বল
তবে ওদিকটা পা মাড়িও না
তোমার থুতুতে গতবারের সব ক'টা গোলাপের কুঁড়ি মরে গিয়েছিল
আমি তবু চুপ করেই ছিলাম
তুমি জানো আমি মহান না, দুর্বল
এবার ঘাসগুলো বড় হোক
গোলাপ, জুঁই, রজনীগন্ধা আর হয় না এখানে
বড্ড শৌখিন
বরং ঘাসগুলোই থাক
পা জ্বালা করলে হাঁটব ওর ওপর
বুক জ্বালা করলে বুক পেতে শোবো ওখানে
চোখ জ্বালা করলে চোখ রাখব ওদের নরম নিষ্পাপ শরীরে
তবু তোমায় ফেলতে তো পারব না,
শুধু ওদিকে হাঁটার জেদ ধোরো না
কারণ আমি মহান না হলেও, দুর্বল ভীষণ
তুমি জানো তো!