Skip to main content


==
তুমি বললে তাই অভ্যাস করলাম
তুমি বললে তাই অভ্যাস ছাড়লাম

আবার নতুন কিছু বলো
  অভ্যাস ধরা-ছাড়ার অভ্যাস হল যে!


===
তুমি কয়েক ধাপ নেমে দাঁড়িয়ে রইলে
আমারও কয়েক ধাপ উঠে আর ওঠা হল না

মাঝের ধাপগুলোতে ওঠা-নামা 
       কিছু সংশয়ের এখন

Category