Skip to main content

তোমার অদৃষ্টবাদের থেকে
লড়াই অনেক বেশি সত্যি
আমার কাছে।


মিথ্যুক, আমার সারা গা চেটে দেখো,
পাবে রক্তের স্বাদ, ঘামের স্বাদ।
প্রতি মুহুর্তের লড়াই আমার জীবন,
আমি উপভোগ করি তাকে।


কাপুরুষ তুমি,
প্রতিদিন ঘুমের ওষুধের ঝিমুনিতে
খোঁজ অদৃষ্টবাদের সূত্র।


যারা লড়াই করে, গুপ্ত ঈর্ষায় মাড়িয়ে যেতে চাও
তাদের জয়, তাদের কৃতিত্ব।


কতদিন, ওরে ভন্ড আর কতদিন?
ওই দেখো তোমার ঘাড়ের কাছে ঘাটের টান,
দুর্ভাগ্য তারও বেশি,
তোমার শেষ যাত্রায়
তোমার পাশে কাউকে দেখছি না
শুধু এক, কোমরে বেঁধে গামছা
তোমার অদৃষ্ট।

Category