Skip to main content

দু'পা পাশেই তো চলতে চেয়েছিলাম
পা দাপিয়ে ধূলো উড়ালে কেন?

তোমার না হয় অনেক দূরের পথ
রাস্তা বাঁকা অনেক চড়াই উতরাই
তবু মাঝপথেতে বসে পড়লে কেন?

রাস্তা আমার খানিক দূর যাক
তোমার সাথে তোমার পাশে থেকে
তারপরেতে যেখানে নেবে বাঁক
আপনি গতি ফিরিয়ে নেব বেঁকে

ভাণ না থাক, যতটা থাকি কাছে
বাতাস জল লাগুক মনে প্রাণে
ফুরিয়ে যাবার সময় যখন হবে
ফুরিয়ে যাব,
   তুমি যেও তোমার প্রাণের টানে।

Category