সৌরভ ভট্টাচার্য
14 February 2022
দুজনে অন্ধ
একজনের হাতে লাঠি
তার আঁচল ধরে
চলে আরেকজন
পিছু পিছু
তারা গান গায়
ভিক্ষা করে
পথ হাঁটে
বগির পর বগি
দিনের পর দিন
মাসের পর মাস
বছরের পর বছর
পেরিয়ে যায়
স্বামী স্ত্রী
খালি পা
সবাইকে হারিয়ে
গভীর রাতে বাড়ি ফেরে
শেষ ট্রেন ঘুমিয়ে যখন কারশেডে
জিতে এক আকাশ তারা
এত নিবিড় অন্ধকারেও
এমন অনাড়ম্বর ভালোবাসা
গোলাপের অপেক্ষা করে না
বরং গোলাপ নিজের অস্তিত্বের উপর বিশ্বাস ফিরে পায়
এদের গল্পের শ্বাসে মিশে
দুজনে ঘুমিয়ে পড়ে
ভালোবাসা পাহারা দেয়
জোনাকির মত
স্বপ্নের ঝোপেঝাড়ে,
দুঃস্বপ্নেরা
ফিরে যায়
ভোর হয়
দুজনে উঠে বসে
আলোর বন্দনায়
যে আলো তাদের চোখের থেকে নেমে
বুকের মধ্যে শিখা জ্বেলে গেছে কোন অনাদিকালে
আস্থায়
সহজ বিশ্বাসে
নিবিড় সরল সান্নিধ্যে