সৌরভ ভট্টাচার্য
5 January 2021
সংসারে দুটো সত্য আছে।
একটা সত্যকে যুক্তি চেনে। তার দৃষ্টি আর কতটুকু? গভীর অন্ধকারে স্ট্রিট লাইটের অহংকার যতটুকু।
আরেক সত্যকে চেনে হৃদয়
যখন মুমূর্ষু রুগীর চোখে রেখে সকরুণ আশ্বাস
চিকিৎসক বলেন, এই তো সেরে উঠলেন বলে
কোনো সংশয়ের নেই যে অবকাশ
এই সত্যের ঘের কতটুকু?
পাখির শাবকের দৃষ্টিতে
সারা আকাশ ছাপিয়ে
মায়ের ফেরার অপেক্ষা যতটুকু।