Skip to main content

জেগে ছিলাম
নদীটাও জেগেছিল
সারারাত জেগে আমরা দুজনে
পাড় ভাঙার আওয়াজ শুনছিলাম

ভোরে উঠে দেখি
মুখ থুবড়ে পড়া নীড়ের পাশে
মাটিতে লুটিয়ে চোখ না ফোটা পাখি

আমি অপেক্ষায় আছি
মাটি অপেক্ষায় আছে
ভাঙা নীড়ের ভাঙা কাঠিরা প্রহর গুনছে

পাখিটা নীড়ে ফিরবে 
   না মৃত্যুর অন্ধকারে?
প্রকৃতি তো আশ্রিতবৎসল
            দুই রূপেই

ভাঙা পাড় ছুঁয়ে বইছে নদী

Category