সৌরভ ভট্টাচার্য
7 May 2015
তোমায় আমি ভালোবাসি?
কক্ষনো না!
অমন খুদে চোখ
অমন বোঁচা নাক
অমন খ্যানা গলা
অমন ছ্যাদা কান
ধুর ধুর ধুর!
তবু কেন রোজই আসি?
না হলে মূর্খ বোঝাব কি করে
তোমায় আমি কতটা বাজেবাসি!
কেন এত রাগ?
তা হবে না!
এমন পোড়া রূপ নিয়ে
এমন ঢঙের সাজ!
ছি ছি, যা দু'চক্ষের বিষ!
আমি ছিলাম, তরে গেলি
তা না হলে-
প্রেম কি জিনিস বুঝতিস?