Skip to main content

সন্ন্যাসী সব ত্যাগ করল
শুধু ত্যাগ করল না তার ত্যাগের স্মৃতি

ভোর থেকে সন্ধ্যে সে তার ত্যাগের সমতুল বস্তু খুঁজে বেড়ায়। পায় না।

ঈশ্বরকেও তুচ্ছ মনে হয়। সে তো জগৎভোগী!

সন্ন্যাসী তাকালে ভস্ম হয়
  জীবজন্তু গাছপালা, এমনকি মানুষও

সন্ন্যাসী স্নান সেরে ধ্যানে বসেছেন
   কি এক অপরূপ ফুলের ঘ্রাণ!
সন্ন্যাসী ক্ষুব্ধচিত্তে ভস্ম করতে চাইল তা

হল না

সন্ন্যাসী বিস্ময়ে, ক্রোধে উঠে এসে দাঁড়াল ফুলের সামনে, বলল, কে তুই?

   সে বলল, জগৎভোগী ঈশ্বরের মুহূর্ত দৃষ্টি!

Category