সৌরভ ভট্টাচার্য
8 September 2014
খুব নামী প্রাইভেট হাসপাতাল।
হার্টের যে অপারেশনটার দরকার ছিল না,
ডাক্তার সেটাই করলেন।
ডাক্তার সেটাই করলেন।
বাড়ি এসে, একগাল হেসে, স্ত্রীকে বললেন,
আমরা ট্যুরটাই যেতেই পারি।
বউ বাচ্চা নেচে উঠল- হুর্ রে!
আমরা ট্যুরটাই যেতেই পারি।
বউ বাচ্চা নেচে উঠল- হুর্ রে!
অসুস্থ মানুষটার ছেলে বাড়ি এসে জানালো,
বাবার অবস্থা খুব ক্রিটিক্যাল।
বাড়িতে নামল উদ্বেগের ছায়া!
বাবার অবস্থা খুব ক্রিটিক্যাল।
বাড়িতে নামল উদ্বেগের ছায়া!
কদিন পর-
ডাক্তার বেরোলেন পরিবার নিয়ে এয়ারপোর্টের দিকে।
ছেলে বেরোলো বাবার শবদেহ নিয়ে শ্মশানের পথে।
ডাক্তার বেরোলেন পরিবার নিয়ে এয়ারপোর্টের দিকে।
ছেলে বেরোলো বাবার শবদেহ নিয়ে শ্মশানের পথে।
একটা ক্রসিং-এ দুটো গাড়ি দৈবে হল মুখোমুখি
তারপর?
দুজনেই দুজনকে করল উপেক্ষা-
একজন, অবিশ্বাসে,ঘেন্নায়
একজন, আত্ম-গরিমায়, পদ-মর্যাদায়।
একজন, আত্ম-গরিমায়, পদ-মর্যাদায়।
সমাজ চলল এগিয়ে সময়ের হাত ধরে।