সৌরভ ভট্টাচার্য
18 November 2014
গাছের মধ্যে শুধুই গাছ
পাখির মধ্যে শুধুই পাখি
গরুর মধ্যে শুধুই গরু
তাই তাদের নেই দ্বন্দ্ব
আমার মধ্যে আমি আর তুমি
আমি বলি, রাখি
তুমি বল, দাও
আমি বলি, আমি
তুমি বল, সবাই
আমি বলি, বাঁচি
তুমি বল, অমৃত
আমি বলি, বসি
তুমি বল, চল
আমি বলি, করছি
তুমি বল, দেখছি
আমি বলি, সীমা
তুমি বল, অসীম
আমি বলি, রাগ
তুমি বল, ক্ষমা
আমি বলি, শরীর
তুমি বল, হৃদয়
আমি বলি, ভয়
তুমি শুনে হাসো