সৌরভ ভট্টাচার্য
14 June 2018
যদ্দূর মনে পড়ে জীবনে শোনা প্রথম ভাব জগতে ছবি আঁকা কবিতা শুনেছিলাম ঠাকুমার কণ্ঠে, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায়, গুজিয়া সহযোগে –
"দোল পূর্ণিমার নিশি নির্ম্মল আকাশ।
ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস।।
লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ।
করিছেন নানা কথা সুখে আলাপন।। "
লাইনগুলো ভুল বললাম কিনা জানি না। তবে এরকম কিছু একটাই ছিল। ছাদে উঠে চাঁদের দিকে তাকালে প্রথম ছত্রটা মনে পড়ত। আর 'সুখে আলাপন' কথাটায় বাবা-মা কে খাটে বসে গল্প করার ছবি ভেসে উঠত। এই বোধহয় প্রথম শোনা কবিতা, যা সত্যিই মনে একটা ছবির জগত তৈরি করেছিল।