সৌরভ ভট্টাচার্য
7 February 2017
দোহাই তোমায়
তোমার একাকীত্বকে নিঃসঙ্গতা বানিয়ে ফেলো না
এক জায়গায় স্থির হয়ে বসো
যদি দেখতে পাও তো ভালো
না পেলেও কল্পনা করো তোমায় ঘিরে মহাশূন্য
ঘরবাড়ি, বন্ধু-শত্রু, আত্মীয়-অনাত্মীয় সবাইকে রাখো দূরে
এমনকি নিজেকেও সরাও,
যে পারে না কিচ্ছু, শুধু চিন্তা করে মরে, তার কথা বলছি
শোনো তোমার বুকের মধ্যে ধীর লয়ে বাজছে মহাসঙ্গীত
তোমার সব ইন্দ্রিয়ের দ্বার দিয়ে প্রবেশ করছে
রূপ-রস-গন্ধ-স্পর্শ
তোমার বুকের মধ্যে কে সে?
যে এই সব কিছু উপাদান একত্রিত করে গড়ে তুলছে তোমার দিন-রাত? তোমার জীবন?
সে-ই তোমার পরমবন্ধু
যার হাত ধরে এসেছিলে এ সংসারে
তুমি ভোলো, সে নয়
দোহাই তোমায়
তাকে বাইরে খুঁজো না
পূজার নিভৃত বেদীকে বাজারি মঞ্চ কোরো না