Skip to main content

আমার দুর্বলতা
আমার ভয়
আমার ব্যাকুলতা
আমার নিরাপত্তাহীনতা

এ সব নিয়ে
আমি তোমার দরজায় আসব
যে তুমি ভগবান নও,
যে তুমি মানুষের মধ্যে মনুষ্যত্ব
            তার কাছে

তুমি সাড়া দিলে
     বুঝব আমি
মানুষ বলেই
   দেবতা হয়ো না, দোহাই
            আমার ভয় করে
আমার সবকিছু এ মাটিকে ফিরিয়ে
    মাটিতেই মিশে যাব
 স্বর্গ নরক মিথ্যার জাল বুনো না, দোহাই
              আমার লজ্জা করে

Category