সৌরভ ভট্টাচার্য
27 August 2014
ছোটবেলায় ভাবতাম
ঈশ্বরকে ডাকলে সব দু:খ দূর হবে
চিরকালের মত।
ঈশ্বরকে ডাকলে সব দু:খ দূর হবে
চিরকালের মত।
বড় হয়ে বুঝলাম তা হয় না।
আকাশের রঙ নীলই থাকে
সমুদ্রের জল থাকে নোনতা
ঘাসও থাকে সবুজ চিরটাকাল।
সমুদ্রের জল থাকে নোনতা
ঘাসও থাকে সবুজ চিরটাকাল।
কিছুই পাল্টানো যায় না
বা পাল্টাতে নেই,
তাতে মূল হিসাবটা পড়ে ধ্বসে।
বা পাল্টাতে নেই,
তাতে মূল হিসাবটা পড়ে ধ্বসে।
তাও কেন ফিরি তাঁর দরজায় আজও?
তাঁর কাছে গেলে, যেটুকু আছে
তাতেই স্বচ্ছন্দে যায় চলা-
বিনা অভিযোগে।
তাতেই স্বচ্ছন্দে যায় চলা-
বিনা অভিযোগে।