Skip to main content
দীর্ঘশ্বাস

যে আকাশ হতে পারে
সে আপনিই পারে


যে নীড় হয়ে ওঠে
সেও আপনিই হয়


যাকে তুমি করতে চাও
আকাশ কিম্বা নীড়


সে হয় শুধু ভ্রান্তিই
না পাও মুক্তি


না আশ্রয়
শুধু দীর্ঘশ্বাস কেবল
আরো দীর্ঘ হয়
( ছবি Suvajit Mondal)

( ছবি Suvajit Mondal)

Category