সৌরভ ভট্টাচার্য
5 May 2022
যে আকাশ হতে পারে
সে আপনিই পারে
যে নীড় হয়ে ওঠে
সেও আপনিই হয়
যাকে তুমি করতে চাও
আকাশ কিম্বা নীড়
সে হয় শুধু ভ্রান্তিই
না পাও মুক্তি
না আশ্রয়
শুধু দীর্ঘশ্বাস কেবল
আরো দীর্ঘ হয়
( ছবি Suvajit Mondal)
( ছবি Suvajit Mondal)