সৌরভ ভট্টাচার্য
19 December 2014
বোকার মত ছাতি পেতে দিও না
ওরা বুকের সব রক্তটুকু খেয়ে মুখ মুছে
কুলকুচো করে ফিরে যাবে
তারপর তোমার কুৎসা রটাবে
বলবে তুমি ওদের খুন করতে চেয়েছিলে
তুমি হতবাক হয়ে ওদের মুখের দিকে তাকাবে
ওরা তাচ্ছিল্য নিয়ে তোমার দিকে আড়চোখে দেখবে, ঠোঁটের কোণে থাকবে নিষ্ঠুর হাসির আভা।
কষ্ট পেওনা।
ওরা চিরটাকাল পরজীবীর মত বাঁচে
এবার আসলে বোলো
তুমি ভাল আছো, বেশ আছো।
ওরা রক্তের স্বাদ পাবে না আর, ফিরে যাবে।
ওরা বুকের সব রক্তটুকু খেয়ে মুখ মুছে
কুলকুচো করে ফিরে যাবে
তারপর তোমার কুৎসা রটাবে
বলবে তুমি ওদের খুন করতে চেয়েছিলে
তুমি হতবাক হয়ে ওদের মুখের দিকে তাকাবে
ওরা তাচ্ছিল্য নিয়ে তোমার দিকে আড়চোখে দেখবে, ঠোঁটের কোণে থাকবে নিষ্ঠুর হাসির আভা।
কষ্ট পেওনা।
ওরা চিরটাকাল পরজীবীর মত বাঁচে
এবার আসলে বোলো
তুমি ভাল আছো, বেশ আছো।
ওরা রক্তের স্বাদ পাবে না আর, ফিরে যাবে।