সৌরভ ভট্টাচার্য
23 September 2016
কিছু বাতিল হয়ে যাওয়া সময়
কিছু কেউ না শোনা কথা
কিছু না হারাতে চাওয়া ব্যথা
আমার জন্য রেখো
আমি সময় করে নিয়ে আসব
তুমি না তাকালেও হবে,
শুধু দেখো
আমি ফেরার পর
কোনো আক্ষেপ যেন না থাকে
তোমার বাসি মনের কোণে
সময় বাতিল হলেও বয়ে যায়
ফেরানো যায় না।
খুঁদকুড়োতে গাছ না জন্মাক
তবু তারই জোরে বাঁচে
চির উপবাসী