Skip to main content

কিছু বাতিল হয়ে যাওয়া সময়
  কিছু কেউ না শোনা কথা
    কিছু না হারাতে চাওয়া ব্যথা

  আমার জন্য রেখো
    আমি সময় করে নিয়ে আসব

    তুমি না তাকালেও হবে,
    শুধু দেখো
       আমি ফেরার পর
            কোনো আক্ষেপ যেন না থাকে
                       তোমার বাসি মনের কোণে

   সময় বাতিল হলেও বয়ে যায়
        ফেরানো যায় না।
        খুঁদকুড়োতে গাছ না জন্মাক
             তবু তারই জোরে বাঁচে
                   চির উপবাসী

Category