Skip to main content

 

এ ছবিটা আজ থেকে বছর কুড়ি আগে এলে এতটা মনে দাগ কাটত কিনা জানি না। আমার কাছে বিবাহ বিচ্ছেদের পরিসংখ্যান নেই। তবে সম্পর্কের মধ্যে অসহিষ্ণুতা আর আত্মকেন্দ্রিক নিষ্ঠুরতার মাত্রা যে বহুগুণ বেড়েছে তা স্পষ্টতই মনে হয়। 

আমরা ছোটবেলায় শুনতাম, যারা সিনেমা করেন তাদের এসব হরদম হয়। ভাবতাম তা কেন হবে? যারা রাতদিন কি করে প্রেম করে আট দশটা ভিলেন ঠেঙিয়ে বিয়ে করতে হয়, গান গেয়ে নেচে কুঁদে শেখায় বন্ধ ঘরে ঘন্টা তিনেক ধরে - তারা কেন নিজেদের বিয়েতে বিফল হবে ঘন ঘন? 

সে সুরাহা করার চেষ্টা থেকে নিবৃত্ত হয়ে, আজ এই মাঝপথে এসে দেখছি ঘুণ তো অনেক গভীরে গভীরে গো! সেই রবিকবির কবিতার মত - আসা যাওয়া দুদিকেই খোলা রবে দ্বার.....

অবিশ্যি বলা আর করার মধ্যে যে বিস্তর ফারাক সে কি আর বুঝয়ে দিতি হয়? অত নীতি কথা শিখিয়ে আসারাম বাপু যদি....

সে প্রসঙ্গ থাক। ছবিটা দেখে চোখ জুড়াই। মনে বিশ্বাস রাখি - একসাথে থাকার চেয়ে একসাথে থাকতে চাওয়ার ইচ্ছাটাই সংসারে সব চাইতে বড় রহস্য। এর কোনো ধরাবাঁধা গত হয় না , শুধু সংসারে এমন একজন মানুষ সত্যিই অনেক ভাগ্যে জোটে, যাকে না পেলে নিজেকে সম্পূর্ন অনুভব করা যায় না। কোনো কিছুতেই না।