Skip to main content

শুনেছি ব্রাহ্মণ হয় দ্বিজ

দুইবার জন্ম নাকি তার

 

দুইবার ধর্ষিতা হলে?

কি পরিচয় হয়,

             জানো?

 

একবার জীবন থাকতে

আরেকবার মৃত শরীরে

   গোপনে,

       পেয়ে রাষ্ট্রীয় সৎকার!