Skip to main content

তোমার চোখের দিকে তাকিয়ে
সমুদ্রকে পিছনে রেখে দাঁড়িয়ে আছি
বহু শতাব্দী ধরে
পায়ের শিরা ফেটে রক্ত পড়েছে বালিতে
ধুয়ে নিয়ে গেছে সমুদ্রে
মুক্ত এসেছে ঝিনুকের খামে
ফিরিয়ে দিয়েছি
শুধু তাকিয়ে থেকেছি তোমার চোখে
                             অপলক
ঝড়ে জলে রোদে মুখ ফেরাই নি
তুমিও ফেরাও নি চোখ

আজ তুমি আমাতে মিশে
আমার দৃষ্টি বেয়ে

তুমি সামনে নেই আজ
এসেছ চোখের পিছনে,
দেখাতে না, দেখার কারণে

সমুদ্রের দিকে ফিরেছি আমি
এখন আমার সামনে -
বালি নেই, জল নেই, আকাশ নেই,
সব মিশে তোমার আমার দিগন্তরেখায়।

Category