সৌরভ ভট্টাচার্য
1 November 2016
ফেসবুকতুতো যত আছো দিদি বোন
শোনো নাগো কথা কিছু করি নিবেদন
থাকো সুখে শান্তিতে যে যেখানে আছো
প্রভুপদে এই চাওয়া আনন্দেতে থাকো
ভাই-দাদা যাই বলো আছি আমি সাথে
সুখে-দুঃখে মনে রেখো আছি আশেপাশে
কথা লিখি বারোমাস যে কদিন পাই
কথা দিয়ে সেতু গাঁথি, চিনিবারে চাই
আত্মীয় বলে যদি কভু হয় মনে
তিলমাত্র দাও ঠাঁই তব চিত্তকোণে
ব্রহ্মপদ তুচ্ছ করি সেই প্রেমডোরে
ভাইবোনে বাঁধি সেতু, কাঁটা যমদ্বারে