Skip to main content
দিদি


আমার দিদি ( Jaya Chakraborty ) আর আমি। আজকের এই দিনটা ছোটবেলা থেকে একই রকম অনুভূতি নিয়েই থেকে গেছে। অনেক রকম চড়াই-উতরাই দিয়ে এতটা সময় এগোলো, কালো চুলের ফাঁকে সাদা চুল উঁকি দিল, কত কাছের মানুষ জীবনের ঘর থেকে স্মৃতির ঘরে আসল। ফোঁটা দেওয়ার সময় শাঁখ বাজানো, উলু দেওয়া আশীর্বাদী চোখের সংখ্যা কমল। তবু এই ভাইফোঁটাটা এক ঝলক সেই ছোটবেলার দিকের দরজাটা খুলেই দেয়। ঘুরেই আসি দিদির, বোনের হাত ধরে আবার একসাথে। বেশ লাগে। মৃত্যু শুধুই শরীরই কাড়ে। স্নেহ, ভালবাসা, আশীর্বাদ কাড়বে - কালের বা আগুনের, কারোরই সে তেজ নেই।