Skip to main content

তুমি পাশে বসে।
হাওয়ার মত চঞ্চল
    তবু আমায় ঘিরে
       আমায় ছুঁয়ে।

তুমি পাশে বসে।
আলোর মত উজ্জ্বল
     তবু অনেক দূরে
         আমায় ডেকে।

তুমি পাশে বসে।
বৃষ্টির মত নির্বাক
     তবু সজল সুরে
          কান্না এনে।

তুমি পাশে বসে।
অন্ধকারের মত নিবিড়
    তবু মুখ ফিরিয়ে
         দ্বিধা জাগিয়ে।

Category