Skip to main content

আশ্চর্য গায়ের গন্ধ তোমার
   বিকালের বাতাসের হাতে লেগে আসে
        যে পাকা ধানের গন্ধ ধানক্ষেত থেকে
       সেই রকম

আশ্চর্য ঠোঁটের রঙ তোমার
 দিগন্তে সূর্য অস্ত যাওয়ার পরে
     মেঘেরা কিছুক্ষণ ফেলে যাওয়া শেষ আলোটুকু নিয়ে খেলায় মাতে
 সেই আলোর রঙ গড়ানো পাত্র কি তোমার ঠোঁট!

আশ্চর্য চোখের চাহনি তোমার
   নৌকা চলে গেলে নদীর বুকে একটা সলাজ আকুতি থাকে
সেই লজ্জা পাড়ের বুকে আছড়ে পড়া জলকে বলে
                  ধ্যাৎ!
  তোমার চোখের নদীতে আটকে কালো নৌকা
    তার প্রতিটি পলকে আমার বুকে লাগে ঢেউ
      তোমার চোখ বলে নদীর মত -
              ধ্যাৎ!

Category