ধারাবাহিক আর বিজ্ঞাপনের ধারাবাহিকতা। শোয়ার ঘর, বসার ঘর, মাথার ঘর ভর্তি। তাকিয়ায় ঠেসান দিয়ে, খাটে পা এলিয়ে, বসার ঘরে পা ঝুলিয়ে - শুয়ে-বসে বিভিন্ন কাল্পনিক, পরা-বাস্তব চরিত্ররা।
সত্যি খবরের মিথ্যা গল্প আর সাথে বিজ্ঞাপনের ধারাবাহিকতা। মাথায় ধোঁয়া, চায়ের কাপে ধোঁয়া, শৌচাগারে ধোঁয়া - উড়ে উড়ে চোখের জ্বালা ধরিয়ে মিলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আবার আসছে নতুন ধোঁয়া।
খেলার তথ্য, বনের তথ্য, আকাশের তথ্য, বেড়াবার তথ্য, তথ্যের তথ্য - এখানে ওখানে ঢিবি বানিয়েছে। মাথায় ঢিবি, কথায় ঢিবি, হাসিতে ঢিবি। ঢিবিতে ঢিবিতে ঢ্যাবাকার চারদিক। সাথে সেই বিজ্ঞাপনের খুড়োর কল।
অতি বিনোদন চাই না, বিজ্ঞাপন চাই না
অতি জ্ঞান চাই না, বিজ্ঞাপন চাই না
অতি তথ্য চাই না, বিজ্ঞাপন চাই না।
মাচায়, রাস্তায়, ঘরে, পাশে, ক্লাবে, রাস্তায় - মানুষ চাই। নিজেদের মধ্যে কথা বলা, আলোচনা করা, কাঁধে-হাতে হাত রাখা মানুষ চাই।