সৌরভ ভট্টাচার্য
28 April 2021
তো অন্নপ্রাশন তো হল
তা বলে কি
স্যারিলাকের দিন গেল?
না হয় আমি ছোটো একটু
বিছানাতেই সারি হাগুমুতু
তা বলে ওরে আর কতদিন
সুইগি জোমাটোর
দে নাম্বার,
ওসব না খেলে
দেহ বলহীন
মুরগীর ঠ্যাং
বিরিয়ানি কোপ্তা
ফুচকা পান্তুয়া
রোজ কি বলেছি?
হপ্তা হপ্তা।
দিবি না?
দাঁড়া, দেখাচ্ছি মজা
চীৎকারই তোদের একমাত্র সাজা
ছাড় দিলুম না হয় মাস কয়েকের
ভেবে দেখ তোরা
সময় পেলি ঢের
এর মধ্যে আমি হাঁটতে শিখি
গাড়িঘোড়া সব চড়তে শিখি
কিসের পরোয়া তখন আবার
খান কয়েক দাদু আছে না আমার!
ওতেই হবে কেল্লাফতে
ধিন তাক তাক
নাচব মেতে
(দুর্দান্ত ছবিদুটো তুলেছে Pritam Pal)