Skip to main content
ঢেউ সেদিন সুনামি হয়
যেদিন সমুদ্র অতিক্রম করে
শব্দ সেদিন বিপজ্জনক
যেদিন বোধের সীমানা ছাড়ে