সৌরভ ভট্টাচার্য
15 August 2019
যতবার ভাবি,
এই তো আমি আমায় নিয়ে ঠিক আছি
পূর্ণ আছি, সন্তুষ্ট আছি
এই তো আমি আমায় নিয়ে ঠিক আছি
পূর্ণ আছি, সন্তুষ্ট আছি
ততবার এক একটা অনর্থ ঘটে যায়
আজ যেমন
একটা ভাঙা নৌকা
নদীর পাড়ের বুকে উপুড় হয়ে
শুয়ে শুয়ে
নদী দেখতে দেখতে
আমায় বলল,
আমার হাল, পাল, দাঁড়, নোঙর সব ছিল
যাত্রী ছিল, জোয়ার ভাটার তান ছিল
আজ কিছু নেই
একটা ভাঙা নৌকা
নদীর পাড়ের বুকে উপুড় হয়ে
শুয়ে শুয়ে
নদী দেখতে দেখতে
আমায় বলল,
আমার হাল, পাল, দাঁড়, নোঙর সব ছিল
যাত্রী ছিল, জোয়ার ভাটার তান ছিল
আজ কিছু নেই
এই বলে সে থামল
আমি উদাস। সেও উদাস।
আমাদের ঘিরে শ্রাবণের জোলো বাতাস।
আমাদের ঘিরে শ্রাবণের জোলো বাতাস।
খানিক বাদেই শুনি হইচই
দেখি তার ভাঙা পাঁজরে দাপাচ্ছে
কচিকাঁচার দল,
অর্ধনগ্ন, অর্ধভুক্ত
দেখি তার ভাঙা পাঁজরে দাপাচ্ছে
কচিকাঁচার দল,
অর্ধনগ্ন, অর্ধভুক্ত
আমেজে তার চোখ বোজা
আমি উঠে যাচ্ছি
সে বলে উঠল -
নদী মানে প্রাণের ঢেউ
পুকুর হোয়ো না কোনোদিন
ঢেউ এড়াতে চেয়ে
জঞ্জাল হবে
আমি উঠে যাচ্ছি
সে বলে উঠল -
নদী মানে প্রাণের ঢেউ
পুকুর হোয়ো না কোনোদিন
ঢেউ এড়াতে চেয়ে
জঞ্জাল হবে